বিদেশে বিনিয়োগে তৎপর ব্যবসায়ীদের ব্যাপারে খোঁজ নেয়া জরুরি

বিদেশে বিনিয়োগে তৎপর ব্যবসায়ীদের ব্যাপারে খোঁজ নেয়া জরুরি

রংপুর থেকে: শিল্পের বিকাশ ঘটাতে হলে বেসরকারি খাতকে গুরুত্ব দিতে হবে উল্লেখ করে রংপুর চেম্বারের সভাপতি আবুল কাশেম বলেছেন, যারা দেশ ছেড়ে বিদেশে বিনিয়োগে তৎপর হয়ে উঠেছে তাদের ব্যাপারে খোঁজ নেয়া জরুরি।

রবিবার রাতে বাংলাদেশ ব্যাংকের রংপুর বিভাগের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের সঙ্গে রংপুর চেম্বার ও রংপুর উইমেন চেম্বারের প্রতিনিধিদের মতবিনিময়কালে সভাপতি এসব কথা বলেন।

অনুষ্ঠানে গভর্নর রংপুর চেম্বারকে ব্যাংকিং খাতের সকল সহযোগিতা পেতে সহযোগিতার হাত বাড়াবেন বলে ঘেষণা দেন। কৃষিজাত পণ্যে ঋণদানে কথাও বললেন তিনি।

এতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান, এস.এম রবিউল হাসান,নুরুন্নাহার, প্রভাষ চন্দ্র মল্লিক, এফবিসিসিআই সাবেক সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, রংপুর চেম্বারের পরিচালক এনামুল হক সোহেল, পার্থ ঘোষ, আশরাফুল আলম আলামিন, আজিজুল ইসলাম মিন্টু, রংপুর উইমেন চেম্বারের আনোয়ারা ফেরদৌসি পলি, সহ-সভাপতি শাহনাজ পারভিন শাহিন, পরিচালক শারমিন আক্তার সিমু, উম্মে কুলসুম, জাকিয়া হোসেন লাকি, বাংলাদেশ ব্যাংকের হেড অফিসের যুগ্ম পরিচালক মো. ওছমান গণি, প্রটৌকল উপ বিভাগের অফিসার মো.সিদ্দিকুর রহমান প্রমুখ।

ব্রেকিংনিউজ/জেএম

Find us on Facebook Follow us on Twitter Find us on YouTube RSS Feed
QR Code

Copyright © 2024. All rights ® reserved by Angel Group. Developed by eMythMakers.com