গাজীপুরে পোলট্রি-শিল্প রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন আন্দোলনে যাওয়া
পোলট্রি-শিল্পকে বিপর্যয়ের হাত থেকে রক্ষার দাবিতে গাজীপুরে সংবাদ সম্মেলন করেছে গাজীপুর জেলা পোলট্রি সামগ্রী বিক্রেতা মালিক বহুমুখী সমবায় সমিতি। আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় সংগঠনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি এস এম মোকসেদ আলম লিখিত বক্তব্যে বলেন, মধ্যস্বত্ব ভোগীদের দৌড়াত্ম্যে পোলট্রি খামারিরা ডিমের দাম পাচ্ছে না। খামারিরা বর্তমানে প্রতিটি ডিমের দাম পাচ্ছে ৪.২০ টাকা। কিন্তু বাজারে খুচরা বিক্রি হয় সাত-আট টাকা। লাখ টাকা বিনিয়োগ করে হাড়ভাঙ্গা খাটুনি খেটে যে দাম পাওয়া যাচ্ছে তাতে প্রতি ডিমে এক টাকা লোকসান হচ্ছে। অথচ মধ্যস্বত্ব ভোগীরা লাভ ছাড়া ডিম বিক্রি করছে না। একই অবস্থা ব্রয়লার মুরগির। তাই পোলট্রি-শিল্প রক্ষায় খামারিদের জন্য স্বল্প সুদে জামানতবিহীন ঋণ সুবিধা, খামারিদের সমস্যা নিরসনে শক্তিশালী মনিটরিং সেল গঠন, প্রয়োজনীয় নীতিমালা নির্ধারণ ও উপযুক্ত মূল্য নির্ধারণ প্রয়োজন। আগামী সাত দিনের মধ্যে দাবি মানা না হলে এই শিল্পের সাথে সংশ্লিষ্ট সব পক্ষ একযোগে কঠোর আন্দোলনে নামবে।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ মশিউর রহমান খান, ফজলুল ওহাব সোহেল, নজরুল ইসলাম খান, মিরাজ উদ্দিন মিলন, রাকিব ইবনে রশিদ পরাগ, আশরাফুল আলম উপস্থিত ছিলেন।